ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড, এইচআরডাব্লিউর নিন্দা

IMG
25 July 2024, 2:43 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ৫৭ প্রবাসী বাংলাদেশিকে কারাদণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে আমিরাত আদালতের এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সে আন্দোলন থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করে ত্বরিতগতিতে দণ্ড দেওয়া হয়েছে, যার ফলে অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাননি। দ্রুত তাদের মুক্ত করে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে।

বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার (১৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়। আমিরাতের রাজধানী আবুধাবিসহ সাতটি প্রদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন সেখানকার বাংলাদেশিরা। সেই কর্মসূচি বাস্তবায়নের অভিযোগে বিভিন্ন শহর থেকে মোট ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর তাদের হাজির করা হয় আবুধাবির একটি আদালতে। সোমবার আদালত রায় প্রদান করেন। সেই রায়ে গ্রেপ্তার ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর ও বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাবাসের সাজা দেন আদালত। দ্রুত তদন্তের পর রবিবার এই রায় দেন আমিরাতের আদালত।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি (ডাব্লিউএএম) জানিয়েছে, কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের আমিরাতবিষয়ক গবেষক জোয়ে শিয়া বলেন, এই রায় অপমানজনক এবং বিচারপ্রক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের দ্রুত। অভিযুক্তদের গ্রেপ্তারের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে রায় দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

জোই শিয়া বলেছেন, ‘এটি বিচারের নামে প্রহসন। তদন্ত শুরু করা এবং সম্পন্ন করা, বিচার শুরু করা এবং ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে রায় প্রদান করা হলে আসামিদের ন্যায্য বিচার পাওয়ার কোনো উপায় নেই।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, পাকিস্তানি এবং ভারতীয়দের পরে বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী। তেলসমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রটিতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। শাসকদের নিয়ে সমালোচনা বা বক্তৃতা জনগণের মধ্যে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে তারা মনে করে। এই ধরনের কোনো বক্তব্য, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এই দেশে সম্পূর্ণ নিষিদ্ধ।

সূত্র : এএফপি


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন