ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ের প্রভাব পড়েছে ঢাকার ঢাকার নিম্ন আদালতে। আদালত খুললেও অন্যান্য দিনের চেয়ে কম দেখা গেছে আইনজীবী, বিচারপ্রার্থী ও আসামির সংখ্যা। বুধবারের পর বৃহস্পতিবার মানুষের সংখ্যা কিছুটা বাড়লেও আদালত পাড়ায় আগের মতো লোকসমাগম নেই এখনও।
সাধারণত সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেশি ব্যস্ত থাকে ঢাকার আদালত প্রাঙ্গন। কিন্তু কারফিউয়ের বুধ ও আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) এসময় তেমন কোনও ভিড় দেখা যায়নি। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ মামলায় যদিও কোনও বাদী আসে, আসামি আসে না। আবার কোনও মামলায় আসামি এসেছে তো বাদী আসেনি। ফলে বাদী, সাক্ষী কিংবা আসামি না আসায় প্রায় সব মামলায় সময়ের আবেদন করা হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত আদালত খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তবে বুধবারের চেয়ে বৃহস্পতিবার আইনজীবী ও বিচারপ্রার্থীদের সংখ্যা কিছুটা বেড়েছে।
ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি সাদিক বলেন, আজ কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামিবাহী কোনও প্রিজন ভ্যান আসেনি। ঢাকার কেরানীগঞ্জ থেকেও কোনও হাজতি আসামি আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। ঢাকার সিএমএম আদালতেও একই অবস্থা।
এদিকে কোটা আন্দোলনকে ঘিরে গ্রেফতার আসামিদের আদালতে হাজির করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেখতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় সামনে ভিড় করছেন আত্মীয়-স্বজনেরা।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com