ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

অনলাইন ভোটের মাধ্যমে কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করতে পারে ডেমোক্র্যাটরা

IMG
26 July 2024, 6:07 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনের জন্য নির্বাচিত ডেলিগেটরা আগামী সপ্তাহেই অনলাইন ভোটের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে আগামী নভেম্বরের নির্বাচনে তাদের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করতে পারেন। এমনকি তারা ভাইস প্রেসিডেন্ট পদে সঙ্গীকে অনুমোদন করার কাজও শুরু করতে পারে, যদিও হ্যারিস এখনো কোন নাম ঘোষণা করেন নি।

কনভেনশনের রুলস কমিটি বুধবার একটি প্রস্তাব পাস করে, যার ফলে সারাদেশে ডেলিগেটরা সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করার জন্য ভোট দিতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তাঁর সমর্থন ঘোষণা করেন।

কিন্তু কমলা হ্যারিস হচ্ছেন একমাত্র উল্লেখযোগ্য ডেমোক্র্যাট, যিনি জনসমক্ষে মনোনয়ন চেয়েছেন। অর্থাৎ, শিকাগোতে কনভেনশন শুরু হওয়ার ১৮ দিন আগে, ১ আগস্ট থেকে যে অনলাইন ভোট শুরু হবে; তার প্রথম রাউন্ডেই হ্যারিসের অনুমোদন পাওয়া প্রায় নিশ্চিত।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির সভাপতি জেইমি হ্যারিসন বাইডেনের সরে দাঁড়ানোর ফলে সৃষ্ট নজিরবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে রুলস কমিটিকে এক অনলাইন বৈঠকে বলেন, “রাতের আঁধারে আমরা আমাদের সবচেয়ে উজ্জ্বল তারা দেখতে পাই।” নব্বই মিনিটের বেশি অনলাইন আলোচনার পর খুব একটা বিরোধিতা ছাড়াই প্রস্তাবটি ১৫৭-৩ ভোটে অনুমোদন করা হয়।

কমলা হ্যারিসের হাতে অল্প সময়

অনুমোদিত প্রস্তাবের নিয়ম অনুযায়ী, কমলা হ্যারিসকে, এবং অন্য কোন ডেমোক্র্যাট তাকে চ্যালেঞ্জ করতে চাইলে, ৩০ জুলাই-এর মধ্যে ৩০০ জন ডেলিগেটের ইলেক্ট্রনিক সাক্ষর জমা দিতে হবে। তবে ডেলিগেটদের ৫০ জনের বেশি একই রাজ্য থেকে হতে পারবে না।

যদি একাধিক প্রার্থী কোয়ালিফাই করেন, তাহলে একাধিক রাউন্ডের ভোটাভুটি কয়েকদিন ধরে চলবে। কিন্তু কমলা হ্যারিস যদি একমাত্র প্রার্থী হন, তাহলে ১ আগস্টে ভোট হবে।

ব্যালট নিরাপদ ইমেইল-এর মাধ্যমে ডেলিগেটদের পাঠানো হবে। এই পদ্ধতি শুধু কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করার জন্যই করা হয়নি, এটা ৭ আগস্টের আগে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর জন্য তাঁর বাছাই-এর বেলায়ও প্রযোজ্য হবে। এর ফলে, কমলা হ্যারিসকে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর ভাইস প্রেসিডেন্ট সঙ্গীর নাম ঘোষণা করতে হবে।

তিনি কাকে বাছাই করবেন, তা এখনো পরিষ্কার নয়। ফেভারিটদের মধ্যে আছেন কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার, পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো, নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার এবং অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি। তবে আরও ছয়জন সম্ভাব্য প্রার্থীকেও বিবেচনা করা হচ্ছে।

গত সপ্তাহে জো বাইডেন সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে অনুমোদন করার পর কংগ্রেসের শত শত ডেমোক্র্যাটিক সদস্য এবং গভর্নর, শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠন তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য কমলা হ্যারিসকে সমর্থন করেছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের এক জরিপে দেখা গেছে, কনভেনশনের ডেলিগেটদের মধ্যে মনোনয়নের জন্য প্রয়োজনীয় ১ হাজার ৯৭৬ জনেরও বেশি কমলা হ্যারিসকে সমর্থন করছে।

তবে এই সমর্থন তাকে মনোনয়ন এনে দেবে না, এবং ডেমোক্র্যাটিক পার্টি অনলাইন ভোটের ব্যবস্থা করছে। কারণ তারা বলছে, আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী মনোনীত করার জন্য তারা কনভেনশন পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। কারণ হিসেবে তারা বলছে, ওহাইও রাজ্যের নিয়ম অনুযায়ী নির্বাচনী ব্যালটে নাম থাকতে হলে ৭ আগস্টের মধ্যে প্রার্থী বাছাই করতে হবে।

এ বিষয়ে ডেমোক্র্যাটিক কনভেনশনের সভাপতি মিনিওন মোর বলেন, “আমাদের দল মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ এবং সুষ্ঠু রাখতে বদ্ধপরিকর। আমরা এটা ঠিকভাবেই করবো।”

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন