ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

ফিলিস্তিনি অলিম্পিক দলকে নিয়ে প্যারিসে উচ্ছ্বাস

IMG
26 July 2024, 6:14 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনি অলিম্পিক ক্রীড়াবিদরা বৃহস্পতিবার (২৫ জুলাই) প্যারিসের মূল বিমানবন্দরে পৌঁছালে তাদের বিপুল করতালিতে সম্ভাষণ জানানো হয়। এসময় তাদের খাবার ও গোলাপ উপহার দেয়া হয়।

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, একাধিক যুদ্ধ, উত্তেজনা বৃদ্ধি, ঐতিহাসিক স্থানান্তর বা অভিবাসন এবং গভীর জলবায়ু সংকটের মুহূর্তে প্যারিসে বিশ্ব একত্রিত হচ্ছে। এই সব সমস্যাগুলি ২০২৪ সালের গেমসের আগে আলাপ-আলোচনার সামনের সারিতে চলে এসেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আক্রমণাত্মক বক্তৃতা দেওয়ার একদিন পরে প্যারিসে ফিলিস্তিনিরা এসেছেন। নেতানিয়াহুর ভাষণ প্রতিবাদের মুখে পড়েছে। তিনি ঘোষণা করেন, হামাসের বিরুদ্ধে তিনি “পূর্ণাঙ্গ বিজয়” অর্জন করবেন এবং গাজার যুদ্ধের বিরোধীদের তিনি “নির্বোধ” বলে অভিহিত করেন।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন ইসরাইলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরাইল যুদ্ধের সূচনা হয়। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন