ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

অলিম্পিক শুরু হতেই বিশ্ব রেকর্ড দক্ষিণ কোরিয়ার সিহিয়নের

IMG
26 July 2024, 6:21 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এতোদিন মেয়েদের তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড ছিল কাং চায়েইয়ংয়ের। দক্ষিণ কোরিয়ার সেই তিরন্দাজের রেকর্ড ভাঙলেন তাঁর দেশেরই একজন। বৃহস্পতিবার ২১ বছরের লিম সিহিয়ন ৬৯৪ স্কোর করেছেন। বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। চায়েইয়ংয়ের স্কোর ছিল ৬৯২।

২০১৯ সালের ১০ জুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন চায়েইয়ং। তাঁর থেকে ২ স্কোর বেশি পেলেন সিহিয়ন। বৃহস্পতিবার অলিম্পিকে ছিল তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ড। সেখানে তিনি ৪৯ বার ১০ স্কোর করেন। ২১ বার বুলস আই মারেন। সিহিয়ন প্রতিযোগিতা শুরু করেন চারটি বুলস আই, একটি ১০ স্কোর এবং একটি ৯ মেরে। ধারাবাহিকতা বজায় রাখেন পুরো ইভেন্টেই।

সিহিয়ন এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন আমেরিকার ক্যাসি কহোল্ড। তবে র‍্যাঙ্কিং রাউন্ডে যে ভাবে সকলকে পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী, তাতে এবারের অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখতেই পারেন তিনি।

এ বছর তিরন্দাজির বিশ্বকাপে ইয়েচিয়ন এবং সাংহাইয়ে সোনা জিতেছিলেন সিহিয়ন। ২০২২ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। এবার অপেক্ষা অলিম্পিক সোনার। সেই পথে অনেকটাই এগিয়ে গেলেন সিহিয়ন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন