ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১
শিরোনাম

ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান: মোদি

IMG
26 July 2024, 4:19 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদ’ এবং ‘ছায়া যুদ্ধ’ চালানোর জন্য অভিযুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। তবে তাদের এই সব ষড়যন্ত্রকারী পরিকল্পনায় কখনও সফল হবে না। আমাদের সৈনিকরা যোগ্য জবাব দেবে।’

আজ শুক্রবার কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোদি। সেখানেই ভাষণ দেওয়ার সময় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন তিনি।

মোদি বলেন, ‘আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। এখনো তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না। লাদাখ হোক বা​জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব। ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পূর্তি হবে, এ সময়ের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। কয়েক দশক পর শিয়া সম্প্রদায় শ্রীনগরে তাকিয়া পালন করেছে।’

এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে মোদি লেখেন, ‘কার্গিল বিজয় দিবস প্রত্যেক ভারতীয়র জন্য এক বিশেষ দিন। আমাদের দেশকে যাঁরা রক্ষা করেছেন, তাদের সকলকে আজ শ্রদ্ধা জানানোর দিন। শিনকুন লা টানেল প্রকল্পের কাজও আজ শুরু হবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহ-র সঙ্গে যোগাযোগ উন্নত করতে, এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, শিনকুন লা টানেল প্রকল্পটি ৪.১ কিলোমিটার লম্বা টুইন টিউব টানেল নিয়ে গঠিত। এই টানেল তৈরি হয়ে গেলে সারা বছরই লেহ উপত্যকার সঙ্গে যোগাযোগ করা যাবে। নিমু-পদুম-দারচা সড়কে প্রায় ১৫ হাজার ৮০০ ফুট উচ্চতায় তৈরি হবে এই টানেল।

টানেলটি হিমাচল প্রদেশের লাহুল উপত্যকাকে লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে। বর্তমানে, লেহ যাওয়ার দুটি রাস্তা আছে। শ্রীনগর-জোজিলা-কারগিল-লেহ এবং মানালি-অটল টানেল-সারচু-লেহ – এই দুই পথে লেহ উপত্যকায় যাওয়া যায়। তবে নতুন টানেলটি তৈরি হয়ে গেলে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। (সূত্র: এনডিটিভি)



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন