ঢাকা      শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
শিরোনাম

আন্দোলনে আহতদের চিকিৎসায় ইমার্জেন্সি হেলথ ফোর্স গঠন

IMG
26 July 2024, 4:56 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সম্প্রতি কোটাবিরোধী আন্দোলন চলাকালে আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে ‘ইমার্জেন্সি হেলথ ফোর্স’ গঠনের উদ্যোগ নিয়েছে আন্দোলন পরিচালনাকারী প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিতে ১৫ হাজারের অধিক আন্দোলনরত ছাত্র ও জনতা আহত হয়েছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘ইমার্জেন্সি হেলথ ফোর্স’ গঠনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সারা দেশে প্রতিটি জেলায় মেডিকেল শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়কদের স্ব-উদ্যোগে ‘ইমার্জেন্সী হেলথ ফোর্স’ গঠনের আহ্বান করা যাচ্ছে। ঢাকায় ‘ইমার্জেন্সি হেলথ ফোর্স’-এর সমন্বয় করবেন মো. মাহিন সরকার, রিফাত রশিদ এবং সারা দেশে ‘ইমার্জেন্সি হেলথ ফোর্স’-এর সমন্বয় করবেন আব্দুল হান্নান মাসুদ।

এতে আরও বলা হয়, সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে এবং অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ‘লিগ্যাল এইড ফর স্টুডেন্টস’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘লিগ্যাল এইড ফর স্টুডেন্টস’-এর সমন্বয় করবেন আব্দুল্লাহ সালেহীন অয়ন। একই সঙ্গে সারা দেশে প্রতিটি জেলায় আইনজীবী, আইনে অধ্যয়নরত শিক্ষার্থী ও সমন্বয়কদের স্ব-উদ্যোগে ‘লিগ্যাল এইড ফর স্টুডেন্টস’ গঠনের আহ্বন করা যাচ্ছে। ২৬ ও ২৭ জুলাই সারা দেশে আহত ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিতে ‘ইমার্জেন্সি হেলথ ফোর্স’ ও আইনি সহায়তা নিশ্চিতে লিগ্যাল এইড ফর স্টুডেন্টসকে জোরালো কার্যক্রম পরিচালনার আহ্বান করা যাচ্ছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন