ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শিগগির নরসিংদী কারাগার বাসযোগ্য হবে: বিভাগীয় কমিশনার

IMG
27 July 2024, 6:22 PM

নরসিংদী, বাংলাদেশ গ্লোবাল: শিগগির নরসিংদী জেলা কারাগার সংস্কার করে বন্দীদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ শনিবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, ‘কারাগারে হামলা-ভাংচুর, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি আজ পরিদর্শন করলাম। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় কমিশনারের কারাগার পরিদর্শনের সময় সাথে ছিলেন অতিরিক্ত কারা মহা-পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র‌্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশার, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে, গত ১৯ জুলাই বিকেলে নরসিংদীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের পাশাপাশি জেলা কারাগারে অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়। এ সময় ৮২৬ কারাবন্দী ছাড়িয়ে নেওয়াসহ ৮৫টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮ হাজার গুলি লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে কারাগারসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রীসহ সরকারের ঊধ্বর্তন কর্মকর্তারা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন