ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শিরোনাম

কোটা আন্দোলনের সময় নুরকে ৪ লাখ টাকা দিয়েছেন এক নেতা: ডিবি প্রধান

IMG
27 July 2024, 6:24 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে একজন নেতা চার লাখ টাকা দেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান।

তবে কোন নেতা ডাকসুর সাবেক ভিপি নুরকে টাকা দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি হারুন অর রশীদ।

নুরের স্বীকারোক্তির পর সেই নেতাকেও গ্রেপ্তার করা হয় জানিয়ে ডিবি প্রধান বলেন, 'তিনি নুরকে টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।' কেন সেই টাকা দেয়া হয়েছে এবং কিভাবে খরচ করা হয়েছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছেন ডিবি প্রধান। এসময় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন জানিয়ে তাঁর কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ''আন্দোলন চলাকালে একজন নেতা নুরকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি। সেই নেতা বলেছেন– 'হ্যাঁ আমি দিয়েছি।' কী জন্য দিয়েছেন, সেটা আমরা দেখব।''


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন