এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সম্প্রতি দেশের আলোচিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনপ্রিয় অভিনেতা ও আলোচিত কবি মারজুক রাসেলের ফেসবুক পেইজে সমালোচনা ও সরকারবিরোধী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পোস্ট দেওয়া হয়।
আজ রোববার ফেসবুক পেইজে পোস্ট সম্পর্কে অভিযোগ জানানোর জন্য রাজধানী ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হন অভিনেতা মারজুক রাসেল।
এ সময় সংবাদমাধ্যমকে অভিনেতা ও কবি মারজুক রাসেল বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছুদিন ধরেই আমার নাম ও ছবি ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। ফেসবুক পেইজের সঙ্গে আমার কোনো সম্পর্ক কিংবা এ সব বিষয়ে জড়িত নয়।
ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে খুবই বিব্রত হচ্ছি বলে মারজুক রাসেল বলেন, আমাকে যারা চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, অভিনয় ও জীবনযাপনের ধারণ সম্পর্কে যাদের জানাশোনা রয়েছে, তারা ছাড়া অধিকাংশ মানুষই বিষয়টি নিয়ে কনফিউজড।
ফেসবুকে ‘মারজুক রাসেল’ নামের যে পেজটি রয়েছে সে ফেসবুক পেইজটি অভিনেতা মারজুক রাসেলের নয়। উদ্দেশ্যমূলকভাবে অন্য কেউ এ অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে এসব কর্মকাণ্ড প্রচার করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল।
বিভিন্ন সময়ে মারজুক রাসেলের নামে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় নানা ধরনের পোস্ট দেওয়ায় দেখা গেছে সেসব স্ট্যাটাস-পোস্টে হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য পড়েছে। সাধারণ মানুষ এবং তারকার ভক্ত-অনুসারীরা মনে করছেন এমনটা হয়তো অভিনেতা মারজুক রাসেল নিজেই ফেসবুক পেইজে পোস্ট করছেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com