কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়া জেলা কারাগার থেকে অন্তত ৩০-৪০ জন বন্দি পালিয়ে গেছে। আজ বুধবার দুপুর ২টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল কারাগার সংলগ্ন এলাকায় এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার পর হঠাৎ দেখা যায় জেলা কারাগার থেকে বন্দিরা বের হয়ে যাচ্ছে। গামছা দিয়ে মুখ ঢেকে পিটিআই রোড দিয়ে মোটরসাইকেলে কয়েকজন বন্দিকে পালিয়ে যেতে দেখা গেছে। এ খবর পেয়ে স্থানীয়রা কারাগার এলাকায় ভিড় জমায়। পরে সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে ফাঁকা গুলি ছোড়ে এবং উৎসুক জনতাকে সরিয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগারে বন্দি কয়েকজন আসামির জামিনের তারিখ ছিল আজ। তারা বের হওয়ার সময় ওই সুযোগে প্রায় ৩০-৪০ জন বন্দি পালিয়ে যায়। তবে, কারাগারে কতজন বন্দি ছিল তা জানতে কারাগারের জেলার বা সংশ্লিষ্ট কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলা সম্ভব হয়নি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com