ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের উপদেষ্টা নির্ধারণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি সরকারের ভেতরে 'ওয়ে আউট বা সমন্বয়ের' কাজ এবং উভয়ের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব পৌঁছে দিতে কাজ করবে৷
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে লিয়াজোঁ কমিটি বিষয়ে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম এ কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষ করে তাঁরা বঙ্গভবনের উদ্দেশে রওনা হন৷
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে৷ এই সরকারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছিল এবং তাঁরা কাজটি করেছে৷ ৫ আগস্ট সংবাদ সম্মেলনে অভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার সরকারের রূপরেখা ও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে মাহফুজ আলমকে সমন্বয়ক করে লিয়াজোঁ কমিটি প্রস্তাবিত হয়৷ লিয়াজোঁ কমিটির সদস্যরা রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের সঙ্গে কথা বলে দেশে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট ছিলেন৷ এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কাছে অংশীজনের নাম প্রস্তাব করেন৷
৬ আগস্ট লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম ও সদস্য নাসীরউদ্দিন পাটোয়ারী বঙ্গবভবনে ছাত্র-শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও অংশীজন নির্ধারণে সহায়তায় কাজ করছে লিয়াজোঁ কমিটি৷ সরকার গঠন-পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করবে তারা৷ আজ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতেও কমিটির ওই দুই সদস্য উপস্থিত ছিলেন৷ এই কমিটি আগামীর বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সব অংশীজনের সঙ্গে সংলাপ ও প্রস্তাবের জন্য কাজ করবে৷ উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী কমিটির পরিধি বর্ধিত হবে৷ কমিটির সদস্যসংখ্যা সব দল-মতের সঙ্গে সংলাপের ভিত্তিতে আরও বর্ধিত করা হবে৷
নাহিদ ইসলাম আরও বলেন, লিয়াজোঁ কমিটি যে প্রস্তাব করেছিল, সেটি আমরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছি এবং তিনিও সম্মত হয়েছেন৷ সবার সম্মতিক্রমে সেই তালিকাটি আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি৷ সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথে নেবেন৷
বঙ্গভবনে শপথ শেষে অন্য সমন্বয়কদের সঙ্গে নিয়ে সার্বিক বিষয়ে ব্রিফ করা হবে বলেও জানান নাহিদ৷
সমন্বয়ের কাজ করবে লিয়াজোঁ কমিটি
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম সংবাদ সম্মেলনে জানান, তিনি ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন নাসিরউদ্দীন পাটোয়ারী, ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান, আকরাম হুসাইন, মামুন আব্দুল্লাহিল ও আরিফুল ইসলাম৷
মাহফুজ বলেন, 'আমরা আশা করি, খুব দ্রুতই বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে৷ সেখানে আন্দোলনের যে অংশীজনেরা সরকারের অংশ হবেন বা সরকারকে কীভাবে জবাবদিহিপূর্ণ করে তুলবেন, এক্ষেত্রে লিয়াজোঁ কমিটি তাদের কাজ করে যাবে৷ সমাজের সব অংশের প্রস্তাব, উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সংলাপ ও বিতর্কের সুযোগ তৈরি করার জন্য লিয়াজোঁ কমিটি কাজ করবে৷ এই কমিটির পরিধি আমাদের মধ্যেই সীমিত থাকবে না৷ সব দল-মত, লিঙ্গ ও জনগোষ্ঠী লোকদের এতে অন্তর্ভুক্ত করা হবে৷ যে সরকার গঠিত হবে, তার ভেতরে একটা ওয়ে আউট বা সমন্বয়ের কাজ এবং উভয়ের কাছে প্রস্তাবনাগুলো সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে লিয়াজোঁ কমিটি৷'
বাংলাদেশ গ্লোবাল/এফ আর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com