ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

নিহত শিক্ষার্থীদের স্মরণে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

IMG
10 August 2024, 4:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী নিহত ছাত্র-জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপির মালদ্বীপ শাখা।

শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজ শেষে রাজধানীর স্থানীয় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মো. এমরান হোসেন তালুকদার।

আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সি-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. মামুন, মনির হোসেন, খায়রুল আমিন, সুফি আহমেদ, করিম রানা ও মো. পিয়াস প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা মৃত্যুবরণ করেছে, তারা বীর। তাদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরে এসেছে। আন্দোলনে নিহতদের জন্য আমাদের দোয়া। মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন।

শেষে আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচারের দাবি এবং সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।






বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন