ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

IMG
11 August 2024, 3:53 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘যারা ওই সময়ের মধ্যে যোগ দেবেন না, ধরে নেওয়া হবে তারা আর চাকরি করবেন না। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি, দখলবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দল বা রাজনীতি করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্য দিয়েই করতে হবে। এ ব্যাপারে শিগগিরই একটা আইন করা হচ্ছে। মনে চাইল আর একটি রাজনৈতিক দল গঠন করে চাঁদাবাজি শুরু করে দেওয়া হলো, এগুলো করতে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের যে অবস্থা এখন, তা দুঃখজনক। এমন সব অপরাধ করেছে, আজ তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে। এখান থেকে অন্য দলের শিক্ষা নিতে হবে। কোনো দলই অপকর্ম করে ছাড় পাবে না।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগের পর সংসদ ভবন এবং গণভবন ঘিরে যা হয়েছে, তা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো সংরক্ষণের দায়িত্ব সবার। তবে, যেকোনো গণ-অভ্যুত্থানের পর অনেক দেশেই এরকম ঘটে।’

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন