সাভার, বাংলাদেশ গ্লোবাল: সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য অঞ্চলের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রঞ্জন রায়।
আজ সোমবার সকাল দশটার দিকে পার্বত্য অঞ্চলের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রঞ্জন রায় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় দুই উপদেষ্টা দেশ পরিচালনায় সবার সহযোগীতা কামনা করেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com