ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা ওনাবের

IMG
13 August 2024, 2:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী অভুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)। পাশাপাশি এই সরকারের সফলতা কামনা করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে ওনাব নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক-আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। এছাড়াও রয়েছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আশা করি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সফলতার সঙ্গে কাজগুলো করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

আজ মঙ্গলবার ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্রে উত্তরণের কাজে সব ধরণের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে সকল গণমাধ্যমকে ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন