ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

কালীগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির ২০০ তম উপশাখা উদ্বোধন

IMG
13 August 2024, 3:40 PM

শিপলু জামান, বাংলাদেশ গ্লোবাল: ঝিনাইদহের কালীগঞ্জে উদ্বোধন হলো পূবালী ব্যাংক পিএলসির ২০০ তম উপশাখা । আজ মঙ্গলবার সকাল ১০ টায় ফিতা কেটে ব্যাংকটির উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ সামছুদ্দোহা ।

উদ্বোধন পূর্ববর্তী শহরের ব্যবসায়ী ও বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা করেন ব্যাংকটির বিভিন্ন স্থরের কর্মকর্তারা । মতবিনিময় অনুষ্ঠানে ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঝিনাইদহ শাখা প্রধান এস.এম আশরাফুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , যশোর শাখার সহকারী ব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম , সহকারী ব্যবস্থাপক (আঞ্চলিক কার্যালয়, খুলনা) মো ফরিদ উদ্দিন , পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান , কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম , সাধারন সম্পাদক সাংবাদিক শিপলু জামান, ব্যবসায়ী বাবু অধির দত্ত , দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম , কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যরা ।

অনুষ্ঠানে কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক শিপলু জামান বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করবে । এটা আমার প্রত্যাশা । এ সময় তিনি ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের স্বচতার ভিক্তিতে কাজ করার আহ্বান জানান ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ সামছুদ্দোহা বলেন , এ ব্যাংক সবার জন্য। ব্যাংক গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সার্বক্ষনিক কাজ করবে, সেক্ষেত্রে আপনার সবাই সহযোগীতা করবেন ।





বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন