ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পুলিশ ভ্যানে বসে মমতাকে বাংলাদেশের কথা মনে করালেন রুদ্রনীল

IMG
16 August 2024, 6:58 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। পশ্চিমবঙ্গের বিনোদন জগতের অনেক তারকা রাজপথে নেমেছেন। আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। পুলিশ ভ্যান থেকে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আটক হওয়ার পর পুলিশ ভ্যানে বসে একটি ভিডিও ধারণ করেন রুদ্রনীল। সেই ভিডিওতে এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে। তাই আমাদের গ্রেফতার করেছে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা, তাই আমাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন।’

বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেতা আরও বলেন, ‘প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। তারা মানুষের আন্দোলনকে, মা-বোনদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন। এই বোনটার দাম নাকি ১০ লাখ টাকা।’

উল্লেখ্য, গত ৮ আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। এই হত্যাকাণ্ড নিয়ে এখন উত্তাল গোটা ভারত। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কঠোর আইনের দাবিতে এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন