ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারকদের সংগঠন ‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম’ এর সমন্বয়করা এ তথ্য নিশ্চিত করেছেন।
‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম’ আগের মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি অনলাইন ভোটের আয়োজন করে। ওই ভোটে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের পক্ষে বিচারকরা মতামত দেন। এরই ধারাবাহিকতায় আগের কমিটির সদস্যরা গত ২১ আগস্ট বিকালে এক জরুরি সভা আহ্বান করে একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
ফলে কমিটি নিয়ে শূন্যতা তৈরি হওয়ায় গত ২১ আগস্ট রাতে ‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম’-এর উপদেষ্টা ও সমন্বয়ক বিচারকরা অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠনের ঘোষণা দেন।
অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন সিনিয়র জেলা জজ মো. জাকির হোসেন (গালিব), সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা জজ মোহাম্মদ ফারুক। কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন জেলা ও দায়রা জজ মো. নূরে আলম (জিকু) এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে শরাবন তহুরা। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ লায়লা শারমিন।
এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১ জন। তারা হলেন- যুগ্ম জেলা জজ আবুল কালাম আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীন, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী জজ মো. মিনহাজুর রহমান, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শিহাব উদ্দীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, সহকারী জজ মো. তুহিনুল ইসলাম, সহকারী জজ আবু তাহের এবং সহকারী জজ মো. মেহেদী হাছান।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি অবিলম্বে জরুরি সাধারণ সভা আহ্বান করে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের প্রতিটি পদকে গণতান্ত্রিকীকরণসহ গঠনতন্ত্র সংশোধন করবেন, নির্বাহী কমিটির নির্বাচন আয়োজন করবেন এবং নির্বাচিত নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এই অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটিতে দায়িত্বরত কোনও বিচারক আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com