ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

বন্যা দূর্গতদের মাঝে বাফওয়া'র ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী

IMG
23 August 2024, 10:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’ - এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যান সমিতি (বাফওয়া) দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়েছে। বন্যা দূর্গত মানুুষের দূর্দশা লাঘবে বাফওয়া'র সভানেত্রী সালেহা খান আজ (২৩ আগস্ট) তেজগাঁও পুরাতন বিমান বন্দরে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

বাফওয়া'র সভানেত্রী বিভিন্ন প্রকার শুকনা খাদ্যদ্রব্য, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা দূর্গতদের সহায়তার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত টিমের কাছে হস্তান্তর করেন। উক্ত ত্রাণ সামগ্রী বন্যা দূর্গতদের সহায়তায় গমনকারী বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে এয়ার ড্রপ প্রক্রিয়ায় বন্যা কবলিত অঞ্চলে দূর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে। বাফওয়া কর্তৃক উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচী বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমের পাশাপাশি অব্যাহত থাকবে।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যান সমিতির পক্ষ থেকে বন্যা কবলিত জেলা ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের অন্যান্য বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে। বাফওয়া কর্তৃক বন্যা দূর্গত এলাকার জন্য পরবর্তীতে কয়েকটি ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে।

ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্বোধনকালে বাফওয়া'র সভানেত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাফওয়া'র কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ ও বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাফওয়া'র সভানেত্রী দেশের বন্যা ও দুর্যোগ লাঘবে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন