ঢাকা      সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
শিরোনাম

শৃঙ্খলাভঙ্গের দায়ে রোকেয়া প্রাচীকে অব্যাহতি

IMG
26 August 2024, 7:19 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির পদ থেকে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল।সোমবার এক ফেসবুক পোস্টে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আশরাফুল আলম বাবলু।

তবে সহসভাপতির পদ হারালেও সংগঠনটির সাধারণ সদস্য হিসেবে রোকেয়া প্রাচীর নাম থাকছে।

এই অভিনেত্রী-প্রযোজককে অব্যাহতি দেওয়ার বিষয়ে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল জানিয়েছেন, শিগগিরই রোকেয়া প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে।

এদিকে, বিষয়টি নিয়ে রোকেয়া প্রাচীর মন্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অভিনেত্রীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনানকে সভাপতি ও দোদুলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। কমিটির সহসভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। শেখ হাসিনার পতনের পর রোকেয়া প্রাচীরের করা কিছু মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এর কদিন না যেতেই তাকে ছেঁটে ফেলল টেলিপ্যাব।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন