ঢাকা      শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
শিরোনাম

শরীফুলকে একাদশে না রাখার বিষয়ে বিসিবি‘র ব্যাখ্যা

IMG
31 August 2024, 1:44 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টসের সময় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে (শরীফুল ইসলাম) কুঁচকিতে হালকা চোট পেয়েছে। তার জায়গায় তাসকিনকে নেওয়া হয়েছে।’

প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে পাওয়া জয়ে ৩ উইকেট শিকার করেছিলেন শরীফুল ইসলাম। টসের সময়ে নাজমুল হোসেন শান্তর ঘোষণা পর এক বিবৃতিতে শরীফুলের ইনজুরির ব্যাখ্যা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ব্যাখ্যায় বলা হয়, ‘কুঁচকিতে টান লাগায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে (শরীফুর) বিবেচনা করা হয়নি।’

মূলত প্রথম টেস্টের পর থেকে কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন শরীফুল। মেডিকেল পরীক্ষার পর জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই করানো হয়। তার অ্যাডাক্টরে (পেশি) গ্রেড–১ পর্যায়ের টান লেগেছে। এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, সে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে।’

নতুন বলে প্রথম টেস্টে দুর্দান্ত করেছিলেন শরীফুল। প্রথম ইনিংসে অধিনায়ক শান মাসুদ ও অভিজ্ঞ বাবর আজমের উইকেট তুলে নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ওপেনার সাইম আইয়ুবকে।

এদিকে দ্বিতীয় টেস্টে তার বদলে সুযোগ পেয়ে প্রথম ওভারে ওপেনার আবদুল্লাহ শফিককে বোল্ড করেন তাসনিক আহমেদ। এরপর দ্বিতীয় উইকেটে আরেক ওপনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত দলের বিপদ আর বাড়তে দেননি দুজন। ১ উইকেটে ৯৯ রান নিয়ে লাঞ্চে যান তারা।

এর আগে আইয়ুব ধীরগতিতে খেললেও, ওয়ানডে মেজাজে ব্যাট করেন মাসুদ। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত আইয়ুব ৮৩ বলে ৪৩ আর মাসুদ ৬২ বলে ৫৩ রানে অপরাজিত আছেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন