ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

IMG
31 August 2024, 4:31 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে রাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, উপজেলার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০ থেকে ১২ জন সদস্য শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা দাবি করতে যায়। এ সময় রাকিব বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করে। একপর্যায়ে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়ে। পরে স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন