ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

৬ উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

IMG
01 September 2024, 2:20 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: উইকেট বিলিয়ে বিলিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ২৬ রানেই নাজমুল হোসেন শান্তর দল হারিয়ে ফেলে ৬ উইকেট। এই বিপর্যয় সামাল দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেশনে স্কোর বোর্ডে ৭৫ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছেন তারা।

ঝড় বয়ে যাওয়ার পর সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কা ঝেঁকে বসেছিল বাংলাদেশকে। টেস্টে সর্বনিম্ন ৪৩ রানে আউট হওয়ার নজির আছে টাইগারদের। সেই শঙ্কা কাটে মিরাজ-লিটনের ব্যাটে। লিটন ধরে খেললেও মিরাজ কিছুটা মেরে খেলেছেন। ৪৯ রানের জুটি গড়েছেন এ দুজন। মিরাজ ৩৩ ও লিটন ১৩ রান নিয়ে অপরাজিত। বাংলাদেশ এখনও পিছিয়ে ১৯৯ রানে।

২৭৪ রানে অলআউট পাকিস্তান, ম্যাচের নাটাই কোনো উইকেট না হারিয়ে ১০ রান করা বাংলাদেশের হাতে- দ্বিতীয় দিন শেষে এই ছিল রাওয়ালপিন্ডি টেস্টের চিত্র। এই ২৭৪ রানও যে কঠিন, তা বোঝা গেল তৃতীয় দিনের একদম শুরুতে। এই অনুধাবনের পেছনে মাত্র দুজন; খুররাম শেহজাদ ও মীর হামজা।

খুররাম শেহজাদ ও মীর হামজা কতটুকু নৈপুণ্যে দেখিয়েছেন, সেই প্রশ্নে না গিয়ে বলা যায় বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার কথা। মীর হামজার ওভারে আবরার আহমেদকে ক্যাচ দিয়েছিলেন জাকির হাসান। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যান তিনি, দেখা যায় আবরার বল তালুবন্দি করার আগে তা মাটি ছুঁয়েছিল। তবুও সতর্ক হননি জাকির, ক্যাচ দেন সেই আবরারকেই, তবে এবার বল করছিলেন খুররাম শাহজাদ। ১ রান করেই মাঠ ছাড়তে হয় জাকিরকে।

ব্যক্তিগত চতুর্থ ওভারে বল হাতে নিয়ে আবারও হন্তারক হিসেবে ধরা দেন খুররাম। এবার তার শিকার হন সাদমান ইসলাম। ইনসুইং দিয়েছিলেন পাকিস্তানি পেসার। অসতর্ক সাদমানের পেছনের স্টাম্প উড়িয়ে নেয় তার সেই ডেলিভারি। এ ওপেনার করেন ১০ রান। ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে পথ দেখাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সাদমান ফেরার ওভারে তিনিও স্টাম্প হারান খুররামের কাছে।

সবচেয়ে বাজে আউট হন মুমিনুল হক। হামজার বলে ৩০ গজের ভিতরেই মোহাম্মদ আলীকে ক্যাচ দেন তিনি। আগের ম্যাচে ১৯১ রানের বিশাল স্কোর করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ন্যূনতম লড়াইও করতে পারেননি। মীর হাজমার বলে আউটসাইড এজ হয়ে রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। ২ রানে সাকিবকে এলবিডব্লিউ করেন খুররাম।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন