ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মইনুল হাসানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি) রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাজের সততা দেখাতে গিয়ে বঞ্চিতও হয়েছিলেন। এবার তিনি ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com