ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

সাভারে সাত তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা (ভিডিও)

IMG
01 September 2024, 2:55 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় সাতটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

কারখানাগুলো হলো- স্কাই লাইন, নাবা গার্মেন্টস, পাল, হান্ডা, শাহরিয়ার গ্রুপের গাব.গিলডেন ও কোহিনুর। এর মধ্যে হান্ডা, শাহরিয়ার গ্রুপের গাব, গিলডেন ও কোহিনুর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া স্কাই লাইন, নাবা ও পাল আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলে জানা গেছে।

শ্রমিকরা জানায়, সম্প্রতি বিভিন্ন দাবিতে কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে মালিকপক্ষ কোন সমাধানে না আসায় আজ কারখানা গুলো বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।

পরে শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের সড়িয়ে দেয়। এঘটনায় এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন