ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

বিজেএমসি’র সমস্যা সমাধানে চেষ্টা করবো: উপদেষ্টা এম সাখাওয়াত

IMG
01 September 2024, 4:50 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, 'এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেল নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিলো বেশি। বিজেএমসি-তে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যতো সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।'

আজ রোববার বিজেএমসি প্রধান কার্যালয়ে বিজেএমসি’র কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তার বক্তব্যে বিযেএমসি'র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের যেসব উদ্যোগ তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স এসোশিয়েশন এর পক্ষ হতে বিজেএমসি’র সমস্যা যেমন মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিজেএমসি’র পরিচালকবৃন্দ, উপদেষ্টাগণ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন এর সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মত বিনিময় সভায় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২% উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএ'র চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ আকন্দ, বিজেএসএ'র ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বিজেজিইএ"র সিনিয়র ভাইস চেয়ারম্যান আল মাসুদ, বিজেএ'র কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন