ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শেখ হাসিনাসহ ৩ জনের বিরু‌দ্ধে মানহানির মামলা

IMG
01 September 2024, 8:24 PM

কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হকের নামে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানীর মামলা হয়েছে। আজ রোববার উপজেলা বিএন‌পির সদস্য মঞ্জুরুল কাদের (মমিনুল) বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে এ মামলা করেন।

পেশকার রফিকুল ইসলাম পিটিশনের বরাতে বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক সরকারি কর্মচারী হওয়া স্বত্বেও জনগণের কাজ না করে সবসময় হাসিনা ও কাদেরে প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশে কাজ করতেন। ১৫ মে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে কৃত্রিম প্রজনন সেচ্ছাসেবী সদস্য, পশু পালন খামারী ও কৃত্রিম প্রজনন কর্মীদের উপস্থিতে এক মত বিনিময় সভায় ডা. রেজওয়ানুল হক বিএনপির প্রতিষ্ঠাতা ‌জিয়াউর রহমান ও চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে নি‌য়ে নানা ধরনের কুরুচিপূর্ণ কুটু‌ক্তি করেন।

বিষয়‌টি নিয়ে উলিপুর থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ আইনগত কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আদালতে পিটিশন মামলা করেন মমিনুল।

সম্মানহানির ক্ষতিপূরণ এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে বাদী মমিনুল ইসলাম ব‌লেন, উস্কা‌নিমূলক বক্তব‌্যসহ অকথ্য ভাষায় গালিগালাজ করায় আমার এবং আমার নেতা ও নেত্রীর যথেষ্ট মান সম্মানের ক্ষতি হয়েছে।

পেশকার রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।


তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে মামলার পরবর্তী আদেশ দিবেন বিজ্ঞ বিচারক।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন