ঢাকা      রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
শিরোনাম

নোয়াখালীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ সংকট

IMG
02 September 2024, 1:08 PM

, বাংলাদেশ গ্লোবাল: বন্যা পরবর্তীতে নোয়াখালীতে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলার বন্যার শিকার ৮টি উপজেলায় এখন পানিবাহিত রোগ ডায়রিয়া দেখা দেওয়ায় বন্যার্তরা রয়েছে ভয় ও আতংকে। তারা পর্যাপ্ত সেবা ও ওষধ সংকটেও রয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপতাল সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এই হাসপাতালে প্রায় ৭০০ শতাধিকেরও উপরে ডায়রিয়া রোগী সেবা নিয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় তিন শতাধিক রোগী। এতে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে। রয়েছে ওষুধ ও সেবক-সেবিকা-চিকিৎসক সংকট।

সরেজমিনে হাসপাতালটির ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডের কক্ষ, মেঝে ও করিডরে রোগীদের ভিড়। এর মধ্যে ৯৫ শতাংশই শিশু। জায়গা না হওয়ায় অস্থায়ী ওয়ার্ডও খোলা হয়েছে পাশের একটি নির্মাণাধীন ভবনে। সেখানে কোনো শয্যা নেই। মেঝেতে চলছে ডায়রিয়া রোগীদের চিকিৎসা। কোনো কোনো শয্যায় একসঙ্গে দুজন রোগীকেও থাকতে দেওয়া হয়েছে। হাসপাতলে অবস্থান করার সময় দেখা যায় নতুন নতুন রোগী আসছে। বেশিরভাগই শিশু। বয়স্করাও রয়েছে।

চাটখিল উপজেলার আকতার হোসেন বলেন, ছেলের প্রথমে পাতলা পায়খানা দেখা দেয়। স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। কিন্তু আবস্থার অবনতি হওয়ায় এখানে ভর্তি করেছি। গাদাগাদি করে থাকতে হচ্ছে।

সদর উপজেলার শুল্লুকিয়া গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, তার মেয়ের বয়স ৮ মাস। ডায়রিয়ার কারণে মেয়েটা দুর্বল হয়ে পড়েছিল। হাসপাতালে ভর্তির পর কিছুট উন্নতি হয়েছে। হাসপাতালের যে পরিবেশ তাতে এখানে থাকাটা অসম্ভব। কিন্তু মেয়ে সুস্থ না হওয়া ছাড়া যাওয়া যাচ্ছে না।

বেগমগঞ্জ উপজেলার ছয়ানী গ্রামের মো. আফজাল হোসেন বলেন, ১০ মাস বয়সের মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গত তিন দিন ধরে হাসপাতালে। মেয়েটার শরীরে শক্তি নেই। ঘাড়ও নাড়াতে পারছিল না। কোলে নিয়ে হাসপাতালের মেঝেতে বসে তার মা।। আর আমি দাঁড়িয়ে আছি স্যালাইন হাতে। হাসপাতাল থেকে ঠিক মতো ওষুধ ও সেবা পাচ্ছি না।

সোনাইমুড়ি থেকে এসেছেন মো. সোহেল নামে একজন। তিনি তার শিশু ছেলেকে এখানে ভর্তি করিয়েছেন। অসুস্থ ও নোংরা পরিবেশে তিনি ও তার স্ত্রীও অসুস্থ হয়ে যাচ্ছেন। ঠিক মতো নার্সরা আসে না। ডাক্তারও আসে না। ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন বলেন, বন্যার যত উন্নতি হচ্ছে, ডায়রিয়া রোগী তত বাড়ছে। বেশির ভাগই শিশু। হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। এরপরও সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে।

রোগীর স্বজনদের অভিযোগ তিনি নাকচ করে বলেন, আমরা সাধ্যমতো সেবা অব্যহত রেখেছি। স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে। সংকট মোকাবিলায় আরও ওষুধ আসছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন