ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

IMG
02 September 2024, 3:15 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ৫, ১০ ও ২০ টাকার নোট দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ সোমবার সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।'

এছাড়া চলতি অর্থবছরের বাজেট কাট-ছাঁট হতে পারে বলেও আভাস দেন উপদেষ্টা। বলেন, 'চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে।'

আরও বলেন, 'কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।'


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন