ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

চট্টগ্রাম ওয়াসা এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত

IMG
03 September 2024, 6:44 PM

চট্টগ্রাম , বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বৈষম্য-বিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করে তারা। এ সময় ওয়াসার এমডি সমর্থকরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে গত রোববার ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে তার কার্যালয় অবরোধ করে বৈষম্য-বিরোধী সাধারণ নাগরিক সমাজ। ওই সময় তারা ১৭ দফা দাবি তুলে ধরেন। এ সময় এমডির দুর্নীতি-অনিয়ম নিয়ে উপস্থিত লোকজন স্লোগান দিতে দিয়ে তার পদত্যাগ দাবি করেন।

এছাড়া গতকাল বেলা ১১টার দিকে ওয়াসা ভবনে অবস্থানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। তারা চার দফা দাবি পেশ করে এক সপ্তাহের আলটিমেটাম দেন। অন্যথায় এমডির পদত্যাগে আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ার করে দেন।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসার এমডির কার্যালয়ে সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় এমডির সমর্থক হিসেবে পরিচিত ২০-৩০ জনের একটি দল সেখানে পাল্টা অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে এমডি সমর্থকদের তোপের মুখে পিছু হটে আসে আন্দোলনকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ওয়াসায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আন্দোলনকারীদের পক্ষে নেতৃত্ব দেওয়া এমএ হানিফ নোমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওয়াসায় বিভিন্ন অনিয়ম-দুনীতি চলে আসছে। এর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। কিন্তু এমডির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার সমর্থক কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।






বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন