ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তী সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে। তার আগে ২০২১ সালের ১৫ জুলাই থেকে এই পদে ছিলেন মো. শাহেনুর মিয়া।
এদিকে নিজামুল কবীরের স্থলে (গণযোগাযোগ অধিদপ্তর) ডিজি করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি আকতার হোসেনকে। আর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে।
আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com