ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

IMG
04 September 2024, 9:43 AM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন।

রাজধানীর ঢামেকে হামলার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দেয় সারাদেশের চিকিৎসকরা।

এর ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতিতে যান। ফলে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম। তবে এ কর্মসূচি স্থগিত করে ফের কাজে ফিরেছেন তারা। এরপর তাদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।




বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন