ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

ঢামেকে দীপ্তর মৃত্যুর তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

IMG
04 September 2024, 3:54 PM

এসআই মিলন, গাইবান্ধাঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ‘বিনা চিকিৎসায়’ বিশ^বিদ্যালয়ছাত্র আহসানুল ইসলাম দীপ্তর মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে দীপ্তর স্বজন, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার পর আহত দীপ্তর মানিব্যাগ ও মোবাইল ফোন হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে নিলয় নামে এক পথচারী তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধে একটি অস্ত্রোপচার ও আইসিইউ সেবা পেতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। কিন্তু আইসিইউ বেড ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাবদ ৭ হাজার টাকা দাবি করা হয়। দীপ্তর স্বজনরা না থাকায় টাকা না পেয়ে তাকে চিকিৎসা সেবা না দিয়ে জরুরি বিভাগের মেঝেতে তাকে ফেলে রাখা হয়।

পর দিন শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর নাগাদ দীপ্তর বন্ধু সঞ্জয় পাল জয়সহ অন্য বন্ধুরা হাসপাতালে যান এবং বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে সুষ্ঠু বিচার দাবি করে। ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুটি মৃত্যুর ঘটনায় উত্তেজনা তৈরি হয়। এ সময় হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তার বন্ধুদের মামলায় জড়ানো হয়। এমনকি কাতার প্রবাসী বন্ধুকেও আসামি করা হয়। দীপ্তর স্বজন ও বন্ধুরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন দীপ্তর বাবা শহীদুল ইসলাম মাজু, ছোট বোন সানজিদা আফরিন মার্জিয়া, বন্ধু তামজিদ রায়হান শিথিল, শ্রাবণ ইসলাম, শাওন ইসলাম, রাশেদ স্বর্ণ বাবু, ওয়াসামা শাহারিয়ার উৎস, নাফিজ ইসলাম তন্বয় ও আব্দুল্লাহ সানিসহ অন্যরা।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন