ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

IMG
06 September 2024, 5:16 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানিয়ে গাইবান্ধায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন সংস্কৃতিকর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌরপার্কে ‘পথে নামো, কণ্ঠে ধরো- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গলা মিলিয়ে জাতীয় সংগীত উচ্চারণ করেন।

আয়োজনের শুরুতে বক্তব্য দেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান ও উদীচীর জেলা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম। বক্তারা বলেন, জাতীয় সংগীতকে ঘিরে বাংলা ও বাঙালীর শেকড়ের নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে। সেই শেকড় নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের পরিচয় জাতির কাছে স্পষ্ট। কিন্তু এমন কোনো ষড়যন্ত্র বাঙালী মেনে নেবে না।

উপস্থিত সংস্কৃতিকর্মীরা বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর দেখছি, তা আতংকের। আমাদের জাতীয় সংগীতের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না।

প্রসঙ্গত, গেল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান। এরপরই এই প্রসঙ্গটি জোরালো হয়ে ওঠে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন