ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

সাভারে কারখানায় হামলা, যৌথ অভিযানে আটক ১৪

IMG
06 September 2024, 5:27 PM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: ঢাকার সাভার ও আশুলিয়ায় শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় ভাংচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনে হামলা, বিক্ষোভ, ভাংচুরের ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। রাতের এ অভিযানে মোট ১৪ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, “শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাংচুরের সাথে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এছাড়াও এসব বিশৃঙ্খলার সাথে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।”



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন