ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

IMG
07 September 2024, 12:04 PM

সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ বাস যাত্রী। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, বাস যাত্রী সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের চন্দ্র শেখর (৩৩), বাসের সুপারভাইজার ইলিয়টব্রিজ-কালিবাড়ি রোডের রইস উদ্দিন (৬২) ও তার ছেলে চালকের সহকারী আলিফ হাসান রিপু (৩৩)। আহতদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী একটি বাস সেতুর ১৩ নম্বর পিলারের কাছে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন বাসের আরও আট যাত্রী।

তবে ট্রাকটির কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে সেতু পশ্চিম থানা পুলিশ রেকার দিয়ে বাসটি সেতুর ওপর থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় দু’ঘণ্টা সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।

সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর হস্তান্তর করা হবে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন