ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার

IMG
07 September 2024, 12:22 PM

সাতক্ষীরা, বাংলাদেশ গ্লোবাল: সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত পর্যন্ত শহরের মুনজিতপুর এলাকায় তাঁর বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে অভিযান চালিয়ে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে তল্লাশি করে রাইফেলের তিনটি বাঁট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটা ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শটগানের কভার ও চারটি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। দেশি অস্ত্র ও ওয়াকিটকিসহ যেগুলো পাওয়া গেছে, সেগুলোর সিজার লিস্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।

উল্লেখ্য, মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ (সদর) আসনে নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর স্বজনেরা দাবি করেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই তিনি দেশ ত্যাগ করেছেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন