ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

IMG
07 September 2024, 2:15 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মেরুল বাড্ডায় আক্তার জান্নাত (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

জান্নাত নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যাওলা গ্রামের আরশাদ উদ্দিনের মেয়ে। তার স্বামী কৃষক মো. শাহারুল।

নিহতের ছোট ভাই ইয়াসিন জানান, এক মাস আগে তার বোন জান্নাতের পারিবারিকভাবে বিয়ে হয়। ১০ দিন আগে ময়মনসিংহ ফুলপুর শ্বশুরবাড়ি থেকে বাড্ডায় বাবার ভাড়া বাসায় আসেন তিনি। বৃহস্পতিবার তার স্বামী শাহারুলও ঢাকায় আসেন। শুক্রবার রাতে বাথরুমে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন জান্নাত। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ। শনিবার ভোরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, ‘নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন