ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

রোবেদ আমিনের পদত্যাগসহ ৭ দাবি ড্যাবের

IMG
07 September 2024, 2:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সরকার পতনের এক মাস পার হলেও স্বাস্থ্যখাতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের অভিযোগ, ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের এখনো পুনর্বাসন করছে একটি মহল। স্বাস্থ্যখাতের গুণগত পরিবর্তনের জন্য দুর্নীতিগ্রস্ত দলকানা চিকিৎসকদের দ্রুত সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন তারা।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরে সংগঠনটি। যেখানে স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক ড. রোবেদ আমিনসহ ফ্যাসিবাদের দোসরদের পদত্যাগের দাবিও রয়েছে।

গত ১ জুলাই দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনে সমর্থন দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ব্যতিক্রম নয় চিকিৎসক সমাজও। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে নিজেদের স্পষ্ট অবস্থান জানান। সরকার পতনের তিন দিন আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা।

ঠিক এর পরদিনই একই জায়গায় শান্তি সমাবেশের নামে ছাত্র-জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কর্মসূচি পালন করে একদল চিকিৎসক, যাদের প্রায় সবাই বিগত সরকারের আশীর্বাদপুষ্ট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রকাশ্যে অবস্থান নেন ছাত্র-জনতার ন্যায্য দাবির বিপক্ষে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডা. রোবেদ আমিন। শুধু তিনিই নন, ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তা এখনো রয়েছেন বহাল তবিয়তে। গত ১৬ বছরে বৈষম্যের শিকার চিকিৎসকদের যোগ্য পদ প্রদানেরও আহ্বানও জানায় সংগঠনটি।

দুর্নীতিমুক্ত ও গণমানুষের আস্থা ফিরে পেতে পুরো স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন