ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ব্রাজিলে যৌন হয়রানির অভিযোগে মন্ত্রী বরখাস্ত

IMG
07 September 2024, 5:06 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ব্রাজিলের মানবাধিকার বিষয়ক মন্ত্রী সিলভিও আলমেইদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। মন্ত্রিসভার এক সদস্যসহ একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন প্রেসিডেন্ট ।

লুলা দা সিলভার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে রয়টার্স শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, যৌন হয়রানির অভিযোগের ধরণ বিবেচনা করে মন্ত্রীকে পদে রাখা ঠিক নয় বলে মনে করেন প্রেসিডেন্ট।

এরই মধ্যে আলমেইডার বিরুদ্ধে পুলিশের তদন্ত শুরু হয়েছে। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে আলমেইডা।

বরখাস্ত হওয়ার পর বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন, স্বাধীন তদন্তের স্বার্থে তিনি নিজেই প্রেসিডেন্ট লুলাকে বলেছেন তাঁকে বরখাস্ত করতে।

আলমেইডা বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করা ও নিজেকে পুনর্গঠিত করতে এটি আমার জন্য একটি সুযোগ হবে। প্রকাশ্যে আসতে দিন, যাতে আমি আইনি প্রক্রিয়ায় আত্মরক্ষা করতে পারি।

বরখাস্ত হওয়ার আগেই এক ভিডিও বার্তায় অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন আলমেইডা। এসব অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেন তিনি।

আলমেইডার বিরুদ্ধে অভিযোগ আনা নারীদের একজন দেশটির জাতিগত সমতাবিষয়ক মন্ত্রী অ্যানিয়েল ফ্রাঙ্কো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ফ্রাঙ্কো এক ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, আমাকে যখনই ডাকা হবে, তখনই তদন্তে সব ধরনের সহযোগিতা করব।

এদিকে প্রেসিডেন্ট লুলা স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হয়রানি করেন, এমন কেউ সরকারে থাকতে পারবেন না।

২০২৩ সালে সরকার গঠনের সময় থেকে লুলার মন্ত্রিসভায় আছেন আলমেইডা ও ফ্রাঙ্কো। দুজনেই দেশে গুরুত্বপূর্ণ মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন