ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কমলাকে ভোট দেবেন রিপাবলিকান সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি

IMG
07 September 2024, 5:57 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে এ ঘোষণা দেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সে সময় তাঁকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতার বিরোধিতা করে ডিক চেনি বলেন, ‘রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি কেউ ছিল না।’

ডিক চেনির মেয়ে এবং সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনিও এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে বলেছিলেন, তাঁর বাবা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন।

ডিক চেনি বলেন, ‘তিনি (ট্রাম্প) নিজেকে ক্ষমতায় বহাল রাখতে মিথ্যা এবং সহিংসতার মধ্য দিয়ে গত নির্বাচনের ফল চুরি করতে চেয়েছিলেন। আবারও তাঁকে ক্ষমতা বসানোর মতো ভরসা কখনোই করা যায় না।’

রিপাবলিকান এ নেতা আরও বলেন, ‘আমাদের সংবিধানের সুরক্ষার জন্য দেশকে দলমতের ঊর্ধ্বে রাখাটা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এ কারণে আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমার ভোটটি দেব।’

বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রচার শিবিরের পক্ষ থেকে চেনির বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। প্রচার শিবিরের চেয়ারপারসন জেন ও’ মালি ডিলন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (সাবেক) চেনির সমর্থন পেয়ে ভাইস প্রেসিডেন্ট (কমলা) গর্ববোধ করছেন। দেশকে দলের ঊর্ধ্বে স্থান দেওয়ার মতো সাহস দেখানোয় তিনি তাঁর (চেনি) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।’

ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিয়ে উদ্বেগ জানানো রিপাবলিকানদের তালিকা ক্রমাগত দীর্ঘ হচ্ছে। সে তালিকায় সবশেষ সংযোজন ডিক চেনি। তাঁর মেয়ে লিজ চেনিও ইতিমধ্যে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন।

লিজ চেনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তে প্রতিনিধি পরিষদ থেকে গঠিত তদন্ত কমিটিতে কাজ করেছেন। ওই ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে যে ১০ জন রিপাবলিকান ভোট দিয়েছিলেন, তাঁদেরই একজন লিজ চেনি।

২০২২ সালে ট্রাম্প–সমর্থিত এক প্রার্থীর কাছে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তিনি তাঁর আসনটি হারান।

এদিকে ডিক চেনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে ‘অপ্রাসঙ্গিক রিনো’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তিনি (ডিক চেনি) নামমাত্র রিপাবলিকান।’

ইরাক যুদ্ধে ডিক চেনির ভূমিকার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছেন, ‘তিনি (চেনি) অন্তহীন, অর্থহীন যুদ্ধের রাজা।’



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন