ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

আমবাগানে থেকে কোটি টাকার হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার

IMG
08 September 2024, 12:45 PM

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়ায় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় কোটি টাকা মূল্যের ৯৩০ গ্রাম হেরোইন, ১৩৮ বোতল ফেনসিডিল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া এলাকায় একটি আমবাগানের জঙ্গল থেকে এসব মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফকিরপাড়া কলেজ রোডের পাশে আমবাগানের জঙ্গলে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যগুলো আনা হয়েছিল। পরে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জঙ্গলে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব-৫।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন