ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

IMG
10 September 2024, 11:52 AM

সাভার, বাংলাদেশ গ্লোবাল: স্বস্তি ফিরেছে অস্থির শিল্পাঞ্চলে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিজিএমইএ’র বৈঠকের পর বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হলে খুলে দেওয়া হয় অধিকাংশ পোশাক কারখানা। কয়েকটি ছাড়া বাকি সব কারখানায় উৎপাদন শুরু হয়েছে আজ।

আজ মঙ্গলবার কাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা। উৎপাদন বাড়াতে ঘুরছে কারখানার চাকা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়ক-মহাসড়কে মোতায়েন রয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন যানবাহনে ও হেঁটে শ্রমিকরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কে বাড়ানো হয়েছে টহল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, সকালে বন্ধ কারখানাসহ অধিকাংশ কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা যায় পোশাক শ্রমিকদের। ডিইপিজেডসহ আশপাশের কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। এখনো পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। মেলেনি কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন