ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানসহ আটক পাঁচ, দুই জনের মৃত্যু

IMG
10 September 2024, 6:17 PM

এসআই মিলন, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার সাঘাটায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।

আটকরা সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সোহরাব হোসেন আপেল (৩৫), শফিকুল ইসলাম (৪৫), সাহাদত হোসেন পলাশ (৪৫), রিয়াজুল ইসলাম রকি (২৮)। যৌথ বাহিনীর অভিযানে আটককৃতরা স্থানীয় আওয়ামীলীগের কর্মী সমর্থক। এরমধ্যে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলাম মারা যায়।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) ইবনে মিজান। এর আগে ওইদিন ভোরে তাদেরকে আটক করা হয়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০ থেকে ৬০ জনের একদল সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, তার ভাতিজা সোহরাব হোসেন আপেল, বাড়ির কাজের লোক শফিকুল ইসলাম এবং একই ইউনিয়নের বাশহাটা গ্রামের সাহাদত হোসেন পলাশ ও উত্তর সাথিলীয়া গ্রামের রিয়াজুল ইসলাম রকিকে মারধর করে তুলে নিয়ে যায় তারা।

পরে সকালে পুলিশ পাহাড়ায় তিন জনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ও দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে সোহরাব হোসেন আপেল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শফিকুল ইসলাম মারা যায়। বাকি তিনজন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সাহাদত হোসেন পলাশ এবং রিয়াজুল ইসলাম রকি বগুড়া ও গাইবান্ধা সদর হাসপাতালে যৌথবাহিনীর হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসিফ জানান, সকালে তিনজনকে অসুস্থ অবস্থায় পুলিশ কেসে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ ব্যপারে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) ইবনে মিজান বলেন, রাতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫ জনের মধ্যে দু-জন অসুস্থজনিত কারনে দুপুরে মারা গেছেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন