ঢাকা      শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে ‘বঞ্চিতদের’ ক্ষোভ

IMG
11 September 2024, 1:13 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুই দিনে দেশের ৫৯ জেলায় ডিসি নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন এ পদে যেতে আগ্রহী একদল কর্মকর্তা। আজ বুধবার সকালে সচিবালয়ে উপস্থিত হয়ে ওই প্রজ্ঞাপন সংশোধনের দাবি জানিয়েছেন তারা।

কর্মকর্তারা বলেন, ৫৯ জন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। মেধাবী, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। এ ঘটনার যৌক্তিক সমাধান চাই।

গত দুই দিনে দেশের বিভিন্ন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়ার পর থেকেই নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন বঞ্চিতরা।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তিন ঘণ্টার বেশি সময় হট্টগোল করেছেন তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছ থেকে দুটি প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস পেয়ে সচিবালয় ছাড়েন নিজেদের বঞ্চিত দাবি করা এই কর্মকর্তারা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন