ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

নওগাঁয় রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

IMG
11 September 2024, 4:27 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহসহ দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। আজ বুধবার দুপুর দেড়টার দিকে আদালত এ রায় দেন।

বিবাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মিনহাজ জানান, তারেক রহমানকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দুটি খারিজ করে দেন নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

তিনি আরও জানান, ২০১৪ সালে তৎকালীন ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভি ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেন। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন।

এদিকে, মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাওয়ায় আজ দুপুরে নওগাঁ আদালত চত্বরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র নাজমুল হক সনির নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন