ঢাকা      বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ঢেলে সাজানো হবে: উপদেষ্টা

IMG
12 September 2024, 4:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুর্নগঠন এবং সংস্কার করা হবে। পাশাপশি সড়ক, সেতু ও রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা কোম্পানি পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন এ উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাব। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা কোম্পানি পুর্নগঠন ও সংস্কার করা হচ্ছে।

নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

এফআইসিসিআইর সভাপতি জাভেদ আখতার বলেন, সততার সঙ্গে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই। এফআইসিসিআই প্রতিনিধিরা নতুন এ অন্তর্বতী সরকারকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, এফআইসিসিআইর সহ-সভাপতি ইয়াসির আজমান প্রমুখ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন