ঢাকা      বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
শিরোনাম

কক্সবাজারে হোটেল থেকে হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি

IMG
12 September 2024, 5:44 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: দেশের বিভিন্ন জেলা সফরে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আছেন চট্টগ্রাম বিভাগে। এরই মধ্যে বিভাগের বিভিন্ন জেলায় সমাবেশ করেছেন তিনি।

তবে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেল থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন চুরি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, কক্সবাজারের সিলিটন নামের একটি আবাসিক হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। হোটেলের একটি কক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তার মোবাইল ফোনটি চুরি হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে যান হাসনাত। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনাসভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন