মাদারীপুর, বাংলাদেশ গ্লোবাল: মাদারীপুরে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌর ঈদগার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। অতীতের মত ছাত্র জনতার ঐক্যমত ধরে রাখতে হবে। আবু সাঈদ বুক স্বৈরাচারী সরকারের পুলিশ গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল সেই তাজা রক্ত ও হাজারও ভাইদের জীবনের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি, আমাদের সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, সামনে হিন্দু ধর্ম অবলম্বীদের দুর্গাপূজা এই পূজায় ভালো করে লক্ষ্য রাখতে হবে, যাতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা কোন ধরনের নাশকতা করতে না পারে।
এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, মুফতি শারাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাসনাত জালালী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন খান, ইমাম ও মোয়াজ্জিন অনলাইন সমিতির সভাপতি মাওলানা করি বোরহান উদ্দিনখান, মাওলানা আকরাম হোসেন, মুফতি আবু আলিম, মুফতি আব্দুল আলিম, মুফতি ওমর ফারুক, মাওলানা আব্দুল রবসহ বিভিন্ন নেতা কর্মীরা।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com